খালেদাই খুনি: এরশাদ
বাংলা২৪ ডেক্স:খবর বিএনপির গণঅনশন কর্মসূচিতে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া এরশাদকে খুনি উল্লেখ করে। খালেদা আরও বলেন, এরশাদের বিচার হওয়া উচিত। খালেদার এরকম মন্তব্যের পাল্টা জবাব দিলেন জাতীয় পার্টির চেয়াম্যোন এইচএম এরশাদ। তিনি বললেন খালেদা নিজেই একজন খুনি।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এরশাদ বলেন, তিনিই (খালেদা) খুনি। গাইবান্ধায় ও কানসাটে গুলি করে মানুষ হত্যা করেছেন। গত আন্দোলনে ১৯ জন পুলিশ, ২৬ শিশুসহ ১২৫ জন মানুষ হত্যা করেছেন। বিচার আপনারই হওয়া উচিত।
তিনি বলেন, তারা (বিএনপি) সংসদে নেই, বাহিরে নেই, আন্দোলনেও নেই। তাদের রাজনীতি নেই, ভবিষ্যত অন্ধকার দেখে যা ইচ্ছে তাই বলছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদার জেল হয়ে যেতে পারে বলেও মন্তব্য করে এরশাদ।
এরশাদ নারায়ণগঞ্জে গুম, হত্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের মানুষ আতংকে রয়েছে। মানুষ চায় নিরাপদে থাকতে। ব্যবসা বাণিজ্য করতে।
এসময় জেলা জাপার সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার ঘোষ, স্বপন চৌধুরীসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।