নারায়ণগঞ্জে সাত খুনের আসামীদের ১১ অস্ত্রের তিনটি উদ্ধার
খবর বাংলা২৪ ডেক্স: নারায়ণগঞ্জে অপহরণের পরে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনসহ তার সহযোগীদের লাইসেন্স বাতিলকৃত ১১টি অস্ত্রের মধ্যে শর্টগানসহ ৩টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আরো তিনটি অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, “লাইসেন্স বাতিল হওয়া ১১টি অস্ত্রের মধ্যে নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন ও সহযোগী জামাল উদ্দিনের বাড়ি থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে। সব অস্ত্রই উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।”
সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া নূর হোসেন বাহিনীর সদস্যদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেন।
ওই ১১টি অস্ত্রের মধ্যে রয়েছে নূর হোসেনের নামে নেয়া ২২ বোর রাইফেল (লাইসেন্স নম্বর ১২২/১২), এনপিবি পিস্তল (নম্বর ২৮৫/১৩), শাহজালালের নামে নেয়া শর্টগান (নম্বর ৬০৩২৫৫৯/৩০৩৬২৫২), এনপিবি পিস্তল (নম্বর ৩০০/১৩), মো. শাহজাহানের নামে নেয়া শর্টগান (নম্বর ৫১৭/১৩), জামাল উদ্দিনের নামে নেয়া শর্টগান (নম্বর ৫১৮/১৩), মো. নুরুউদ্দিন মিয়ার নামে শর্টগান (নম্বর ৫২৮/১৩), আলী মোহাম্মদের নামে শর্টগান (নম্বর ৫৩২/১৩), মো. সানাউল্লাহর নামে নেয়া শর্টগান (নম্বর ৫৩৩/১৩), মো. আরিফুল হক হাসানের নামে এনপিবি রিভলবার (নম্বর ১৬৬/১৩) ও শর্টগান (নম্বর ৫১১/১৩)।