শীষ মনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

শীষ মনোয়ার
শীষ মনোয়ার

খবর বাংলা২৪ ডেক্স: ২ দিনের রিমান্ড শেষে শীষ মনোয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে জামিন শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, শীষ মনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিন ।

এর আগে গত শনিবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মনোয়ারকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওইদিন বিকেল ৩টায় রিমান্ডের ওপর শুনানি শেষে বিকেল ৫টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সজিব গত ২৬ এপ্রিল নিজ বাসা থেকে অফিসে যাওয়ার পথে অপহৃত হন। এ ঘটনায় সজিবের বাবা আব্দুর রহিম প্রথমে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর কোনো ফলাফল না পেয়ে সজিবের বাবা ও স্ত্রী সানজিদা শীষ মনোয়ার ও ওই অফিসের আরো কয়েকজনের নামে মিরপুর থানায় মামলা করেন।

একইদিন ভোরে শীষ মনোয়ারকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে অপহরণ মামলায় তাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend