সিরিয়া: বোমা বিস্ফোরণে ৩০ সরকারি সেনা নিহত

timthumb.phpসিরিয়ার ইদলিব প্রদেশের মা’আরাত আল-নুমান শহরে রাস্তার ধারে পুঁতে রাখা ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন সরকারি সেনা নিহত হয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে। আজ বুধবার দিবাগত রাতে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, আল-নুমান শহরের বাইরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। এ সংগঠন বলেছে, একটি সেনা চেকপয়েন্টের নীচে সড়ঙ্গপথে কথিত ইসলামিক ফ্রন্ট ও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী কয়েক টন বিস্ফোরক পেতে বিস্ফোরণ ঘটায়।
গণমাধমে জানা যায়, দেইর আজ-জোর শহরে আন-নুসরা ফ্রন্ট ও কথিত ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লিভ্যান্ট নামে দু’টি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হওয়ার একদিন পর এ বিস্ফোরণ ঘটানো হলো। দুই গোষ্ঠীর সংঘর্ষে সম্প্রতি ১৫০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের সংঘর্ষে দেইর আজ-জোর শহর থেকে অন্তত ৬০ হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।
প্রসঙ্গত সিরিয়ায় চলমান সংঘর্ষে আমেরিকা, ফ্রান্স, বৃটেন, তুরস্কসহ বেশিরভাগ দেশ বিদ্রোহীদের সমর্থন করলেও প্রথম থেকেই রাশিয়া ও চীন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানিয়ে আসছে। তবে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়াও আসাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, এতে সিরিয়ার চলমান সঙ্কট আরো ঘনীভূত হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend