ঝিনাইগাতীতে একসাথে ১৮ আসামী গ্রেফতার
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী থানায় ৬ মে/১৪ মঙ্গলবার দিবাগত রাতে সারা উপজেলায় সাড়াঁশী অভিযান চালিয়ে এই প্রথম একসাথে বিভিন্ন মামলায় ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইগাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (অছি) ফছিউর রহমান এ প্রতিনিধিকে জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় দীর্ঘদিন যাবৎ বেশ কিছ’ সংখ্যক আসামী পালিয়ে বেড়াচ্ছিল। ওই সব পালিয়ে থাকা আসামীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে হানা দিয়ে হাতীবান্ধা থেকে ৮ জন, গান্ধিগাঁও গ্রামের ১ জন, লয়খা গ্রামের ৭ জন ও শ্রীবর্দীর গোপালখিলা থেকে ২ জন সহ মোট ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ১০ জন গ্রেফতারী পরোয়ানা প্রাপ্ত এবং ৮ জন জুয়াড়ী। পুলিশ ওই ১৮ আসামীকে ৭ মে বুধবার সকালে শেরপুর কোর্টে প্রেরণ করেন।এ সফল অভিযানে যারা ছিলেন, তারা হলেন, এসআই গিয়াস উদ্দিন, এসআই ইউনুছ আলী, এএসআই আঃ গনি , আঃ খালেক ও মুকুল। ঝিনাইগাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (অছি) ফছিউর রহমান এক রাতের অভিযানে ১৮ আসামীকে গ্রেফতার করায় ওইসব পুলিশ অফিসারদের ধন্যবাদ জানান এবং তিনি বলেন, পুলিশ আন্তরিক ভাবে কাজ করলে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।