পলিটেকনিক ফলাফলে দ্বিতীয় স্থান লাভ করল নালিতাবাড়ীর ফয়সাল

received_m_mid_1399395971942_dbd624515b749aad49_0শেরপুরের নওহাটায় অবস্থিত শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ছাত্র মোঃ হুমায়ূন ফরিদ ফয়সাল ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং ৪র্থ পর্ব বোর্ড সমাপনী পরীক্ষায় সিজিপিএ: ৩.৯৮ পেয়ে বাংলাদেশের বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে যৌথভাবে প্রথম স্থান এবং সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার লাভ করেছে।

সমাপনী পরীক্ষার ফলাফল গত ৬ মে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অন লাইন ওয়েব সাইট এ প্রকাশ করা হয় ।

তার বাড়ি নালিতাবাড়ী উপজেলার পাচগাও সন্যাসিভিটা গ্রামে । বেসরকারি চাকুরিজীবী মোঃ সোলায়মান আলীর পুত্র ফয়সাল শেরপুর ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি এর ৪র্থ পর্বের সিভিল টেকনোলজির ছাত্র ।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ফখরুল হাসান ইমরান এর সাথে কথা বলে জানা যায়, জেলার অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এই প্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলকভাবে অনেক এগিয়ে ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend