শ্রীবরদী উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

রোম্মান আরা পারভীন রুমীঃ শ্রীবরদী উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব নিলেন।
বুধবার উপজেলা পরিষদের হল রুম সোমেশ্বরীতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে পরিষদের প্রথম মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত শেরপুর-৩
আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলী। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমকে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।