শ্রীবরদীতে গ্লোবাল উইক অব অ্যাকশনের ক্যাম্পেইন অনুষ্ঠিত
রোম্মান আরা পারভীন রুমীঃ ‘পাচঁ বছরের কম বয়সের সকল শিশু বাচঁবে হেসে’ এ শ্লোগানকে সামনে রেখে শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযানের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে গেøাবাল উইক অব অ্যাকশন উপলক্ষে ক্যাম্পেইনে শিক্ষার্থীদের হাতের পাচঁটি আঙ্গুলের ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ৭ মে সকাল দশটায় উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধনী ঘোষনা করেন উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সেবাসটিয়ান পিরিফিকেশন। কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এডিপির শিক্ষা প্রকল্পের ম্যানেজার ঝান্ডা মৃ, মনিটরিং অফিসার সুশীল মন্ডল, প্রজেক্ট সুপারভাইজার, স্বাস্ত্য প্রকল্পের ম্যানেজার জেমস শিকদার, লুচি চিসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সিবিএ সদস্য শাহ মোঃ মোস্তাসিম বিল্লাহ শিবলী প্রমূখ। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও এনজিওসহ এডিপি ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।