গয়েশ্বরের জামিন দিয়েছে হাইকোর্ট, মুক্তি পেতে বাধা নেই
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি মোঃ আব্দুল হাফিজ ও বিচারপতি মো: রুহুল কুদ্দুসের বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এড. নিতাই রায় চৌধুরী। তিনি জানান, গত বছরে বিরোধী দলের মাস ফর ডেমোক্রেসি কর্মসূচিতে রাজধানীতে শিবির কর্মী নিহতের ঘটনায় রামপুরা থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলায় জামিন পাওয়ায় মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে ২৯ এপ্রিল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গয়েশ্বর চন্দ্র রায়ের আবেদন শুনানিতে বিব্রতবোধ করেন।
গত ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলাকালে মালিবাগ চৌধুরীপাড়ায় ছাত্রশিবিরের এক কর্মী নিহত হন। এ ঘটনায় রামপুরা থানায় ৩০ ডিসেম্বর একটি মামলা হয়। ওই মামলায় ২০ এপ্রিল আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠান।