বুনসংপাইসান থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ইংলাক সিনাওয়াত্রাকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিউয়াত্তুমরং বুনসংপাইসানকে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা। দেশটির উপপ্রধানমন্ত্রী ফোংথেপ থেপকানজানা আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি ইংলাক মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে আজ বুধবার প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে দেয় দেশটির সাংবিধানিক আদালত। দেশটির কয়েকজন সিনেটর আদালতে ইংলাকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তাকে বরখাস্ত করার আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেয়। আদালতের এ রায় দেশটির চলমান সংকটকে আরো গভীর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা- এবার উল্টো সরকার সমর্থকরাও রাস্তায় নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ- ইংলাক সরকারের থাইল্যান্ডের গ্রামীণ অঞ্চলে ব্যাপক সমর্থন রয়েছে।অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালে নির্বাচনের পর দলের স্বার্থে জাতীয় নিরাপত্তা প্রধান থাভিল প্লিয়েনশ্রিকে সরিয়ে দিয়েছিলেন ইংলাক। সাংবিধানিক আদালতের এ রায়কে প্রধানমন্ত্রী ইংলাকের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ দেশটির রাজনৈতিক সংকট যখন চরমে তখন এ মামলার রায় দেয়া হলো। থাই বিরোধীদলের বিক্ষোভকারীরা এখনো রাস্তায় রয়েছে। এর আগে ইংলাকের সমর্থকরাও প্রধানমন্ত্রীকে রক্ষার ঘোষণা দিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছিল।