ঘাতকের চেয়ে রক্ষাকর্তা বেশি শক্তিশালী

ডাক্তার আমার শরীরের তস্থানে ড্রেসিং করতে এলে পেট, পা ও কাঁধে গুলির ছিদ্র দেখে আমি হেসে দিই। আপনারা ভাবছেন, আমি নিজের দেহে গুলির ছিদ্র দেখে কেন হাসি? আজ সকালে আমিও নিজেই নিজেকে প্রশ্ন করেছি। মনের কোনো এক প্রান্ত থেকে আওয়াজ এলো, তোমার এই দুর্বল প্রকৃতির হাসির আড়ালে মূলত আল্লাহর বড়ত্বের স্বীকারোক্তি রয়েছে। যে ঘাতকেরা ১৯ এপ্রিল করাচিতে আমাকে হত্যার চেষ্টা করেছে, তারা রাকর্তার সামনে বড়ই দুর্বল প্রমাণিত হয়েছে। তারা কত দুর্ভাগা যে, রীতিমতো নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আমাকে বলেছেন, নিঃসন্দেহে আক্রমণকারীর চেয়ে রাকর্তা অনেক বেশি শক্তিশালী। তবে তোমার সতর্ক থাকা জরুরি। তার আশঙ্কা, আমার ওপর আবারো হামলা হবে। আমি এর আগে কয়েকবার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের আশঙ্কা হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন নিজের দেহে ছয়টি গুলির ছিদ্র দেখে তার আশঙ্কা উড়িয়ে দেয়া কঠিন। জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ও আওয়ামি ন্যাশনাল পার্টির প্রধান ইসফান্দিয়ার ওলী পাকিস্তানের ওই রাজনীতিবিদদের অন্যতম, যারা আত্মঘাতী ও হত্যাচেষ্টার হামলায় কয়েকবার বেঁচে গেছেন, তারা উভয়েই আমাকে সতর্ক করেছেন, আমি পরবর্তী হামলার জন্য যেন সতর্ক থাকি। মাওলানা ফজলুর রহমান ও ইসফান্দিয়ার ওলীর সাথে আমার সম্পর্ক দুই দশকেরও বেশি পুরনো। আমার মতো নগণ্যের জন্য এটা কত সৌভাগ্যের বিষয় যে, লোকেরা আমার সুস্থতার জন্য কুরআন পাক তেলাওয়াত করে দোয়া করেছেন। আমি প্রার্থনাকারীদের যত কৃতজ্ঞতাই আদায় করি, তা কমই হবে। (পাকিস্তান) জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক বললেন, তিনি শূরার বৈঠকে আমার জন্য দোয়া করেছেন। মাওলানা সামিউল হক আকুড়াখটকের দারুল উলুম হক্কানিয়া মাদরাসায় বিশেষ দোয়ার ব্যবস্থা করেছেন। দোয়াকারীদের শুকরিয়া জানাই। ইংরেজি মিডিয়াম স্কুল, উর্দু মিডিয়াম স্কুল ও দ্বীনি মাদরাসার ছাত্রছাত্রীরা আমার জন্য দোয়া করেছেন, তাদেরকেও শুকরিয়া জানাই।
আজ আমি রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। এখন আমি জাতির ভালোবাসায় সিক্ত হয়ে আছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাংবাদিক সহকর্মীদের, যারা আমার ওপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। করাচি বার অ্যাসোসিয়েশনসহ দেশের সব বার অ্যাসোসিয়েশনের সহযোগিতারও শুকরিয়া আদায় করছি। সুশীলসমাজের সংগঠনগুলোর শুকরিয়া আদায় করছি। খ্রিষ্টান, হিন্দু, শিখ ও পাকিস্তানের অন্যান্য অমুসলিম ধর্মাবলম্বীর শুকরিয়া আদায় করছি, যারা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। গোটা বিশ্ব জেনেছে যে, পাকিস্তানে গণমাধ্যম নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে বিশ্ব এটাও দেখেছে, পাকিস্তানের বেশির ভাগ জনগণ গণমাধ্যমের পাশে রয়েছে। আমার বিশ্বাস, আমি আমার আঘাত ও কষ্টকে এক নতুন শক্তিতে পরিণত করতে পারব। স্বস্তির কথা হলো, পিপিপির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি আমাকে দেখতে এসে বলেছেন, লোডশেডিংয়ের মতো সমস্যা নিয়ে নওয়াজ শরিফ সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবো, তবে যদি গণতন্ত্রকে বিপন্ন হতে দেখি, তাহলে নওয়াজ শরিফের পাশে গিয়ে দাঁড়াব। কিছু মানুষ গণতন্ত্রের গাড়িকে খাদ থেকে উঠাতে তৎপর হয়েছেন। অন্তত আজ রাজনীতিক, সাংবাদিক ও আইনজীবী ভাইয়েরা গণতন্ত্র সুরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন। আহত গণতন্ত্র ও আহত সাংবাদিকতা উভয়ে নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি আহত গণতন্ত্র ও সাংবাদিকতার দেহে তচিহ্ন দেখে হাসছি। আমার বিশ্বাস, ঘাতকের চেয়ে রাকর্তা বেশি শক্তিশালী।