ঝিনাইগাতীতে যক্ষা নিয়ন্ত্রণে শিক্ষকদের নিয়ে এডভোকেসী সভা
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) থেকে :৮ মে বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে যক্ষা নিয়ন্ত্রনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক শিক্ষকদের নিয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। নাটাব শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ দুদুর সভাপতিত্বে এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট লোকমান হেকিম ও ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। উক্ত এডভোকেসী সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সভা উন্মুক্ত করে দিলে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। প্রধান অতিথি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাটাবের ময়মনসিংহ অঞ্চল প্রতিনিধি কামরুজ্জামান।