নারায়ণগঞ্জের ঘটনায় র্যাব কর্মকর্তাসহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আইনের আওতায় আনার আহ্বান
র্যাবের কর্মকর্তাসহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরনের পর খুনের ঘটনায় তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন খোকা। তিনি বলেন, এই ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরোক্ষভবে দায়বদ্ধ।
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, খুন, গুম ও অপহরণের ঘটনায় সরকারের বিরুদ্ধে কথা বলায় আমাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের মানুষের যান মালের দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নজরুল খুন হওয়ার আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিরাপত্তা দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রতিমন্ত্রী কোনো পাত্তা দেননি। তিনি স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরোক্ষভাবে দায়ী করেন। স্বরষ্ট্র প্রতিমন্ত্রীকে আইনের আওতায় আনার আহ্বান জানান খোকা। খোকা বলেন, অনির্বাচিত সরকার যা করছে তা দানবের চেয়েও ভয়াবহ।