দেশে গণতন্ত্র নেই বলেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে

্ে্িািদেশে গণতন্ত্র নেই বলেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। এসময় চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের দাবি জানান সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দৌজা চৌধুরী।

জনগণের কাছে সরকারের কোনো দায় না থাকাই এর মূল কারণ বলে জানান তিনি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিকী অনশনে সংহতি জানাতে এসে তিনি তার বক্তৃতায় এসব কথা বলেন।

দেশে চলমান অপহরণ-গুম ও বিচারবহির্ভূত হত্যার জন্য ‘বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা অগণতান্ত্রিক সরকারই’ দায়ী বলে মনে করেন তিনি।

কর্মসূচিতে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend