বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় উদ্ধিগ্ন ইইউ

eu-introবাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম ও অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম আনা উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি সুনামগঞ্জে নিখোঁজ হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিএনপির নেতা মুজিবর রহমান এবং তার গাড়িচালককে খুঁজে বের করতে সরকারকে সব ধরনের ব্যবস্থা নিতে বলেছে যুক্তরাজ্য। এসময় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো নিখোঁজ মুজিবর রহমানের পাশাপাশি দুই বছর আগে নিখোঁজ হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারকে অনুরোধ জানান

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend