ঝিনাইগাতীতে ট্রাক চাকায় শিশুর মৃত্যু, রাস্তা অবরোধ, চালক আটক
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) থেকে : ৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী নামক সড়কের ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জনি শীল নামে ৯ বছরের এক শিশু মারা গেছে । এর প্রতিবাদে সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঘাতক ট্রাকের চালক মোসলেমকে উত্তেজিত জনতা অবরোধ করে রাখলে পরে ঝিনাইগাতী থানার এসআই ফজলে এলাহী, ইউনুছ, আব্দুল মান্নন সহ পুলিশ বাহিনী এসে অবরোদ্ধ ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নিহত শিশু জনি কালীবাড়ীর ধর্ম শীল চন্দ্র বর্মনের বড় ছেলে ও চেঙ্গুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। জনির পিতা স্থানীয় কালীবাড়ী বাজারে সাইকেল রিকশা মেরামতের কাজ করে। শিশুটি বাড়ী থেকে তার পিতার কাছে আসার সময় দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে ঢাকা মেট্রো-ট-১৬-১১০৫ নম্বর ট্রাকটি বালু বোঝাই করে শেরপুরের দিকে আসছিল। এ সময় শিশুটি সাইকেল চালিয়ে আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়। এলাকাবাসী ট্রাকটির চালক মোজাম্মেলকে আটক করে এবং ট্রাকটি ভাংচুর করে এবং গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা অতি শীগ্র কালীবাড়ী বাজারে স্পিট ব্রেকার নির্মানের দাবী জানায় । অন্যদিকে ট্রাকের মালিক শেরপুরের মিলন মিস্ত্রি দূর্ঘটনার বিষয়টি মিমাংসার জন্য জোর তৎপরতা চালাচ্ছে বলেও জানা গেছে।