শেরপুরে কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৩ তম জন্মবার্ষিকী পালিত

images (3)যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শেরপুরে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৮ মে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুরের জেলা প্রশাসক ও নজরুল গবেষক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘চেনা-অচেনা রবীন্দ্র নাথ’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক শিব শংকর কারুয়া। বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও বিতার্কিক রাজীব কুমার সরকার।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, ‘আমাদের স্বাধীনতা, বাংলাদেশ আর রবীন্দ্র নাথ একই সূত্রে গাঁথা। শত বছর আগে রবীন্দ্র নাথ এই দেশকে ‘সোনার বাংলা’ হিসেবে স্বপ্ন দেখেছিলেন। তাঁর রচিত গান আমাদের জাতীয় সংগীত। তাই যেদিন এ দেশ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অসা¤প্রদায়িক আর অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে ওঠবে সেদিন কবিগুরুর স্বপ্ন সার্থক হবে।’
পরে জেলা শিল্পকলা একাডেমি ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend