আওয়ামী লীগ হিটলার-মুসোলিনির মতো দেশ চালাচ্ছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ হিটলার মুসোলিনির মতো দেশ চালাচ্ছে। তাদের জনপ্রিয়তা কমেছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন দেশ!
শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় যুবসংহতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জিয়া হত্যা নিয়ে ব্লেম গেম চলছে উল্লেখ করে এরশাদ বলেন, আমি জানি জিয়া হত্যার সময় তার রুমের পাশে কে ছিলেন। তাদের নিয়ে খালেদা জিয়া ২০ বছর রাজনীতি করছেন। উনি ক্ষমতায় ছিলেন বিচার কেন করলেন না? বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় ছিলেন। বিদ্রোহ দমনের জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন।
খালেদা জিয়ার উদ্দেশে এরশাদ বলেন, এতোদিন কেন বিচার করলেন না। এখন আমাকে বলছেন খুনি।
দেশে কোথাও গণতন্ত্র নেই বলেও উল্লেখ করেন সাবেক এই রাষ্ট্রপতি। বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তারা কিছুই করতে পারবে না বলেও দাবি করেন এরশাদ।
অনুষ্ঠানে দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুও বক্তব্য দেন।