নূর হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. ইয়াসিন মিয়াকেও বহিষ্কার করা হয়েছে। নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন, একইসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। সাত খুন নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অস্থায়ী কার্যালয়ের বর্ধিত সভায় বসে থানা আওয়ামী লীগ। এই সভায়ই নূর হোসেন ও ইয়াসিন মিয়াকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
নজরুলসহ সাতজনের লাশ উদ্ধারের ১০ দিন পর শনিবার ক্ষমতাসীন দলের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নেয়। নূর হোসেনের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. ইয়াসিন মিয়াকেও বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। ইয়াসিন মিয়া এই হত্যাকাণ্ডের দুই নম্বর আসামি। ঘটনার পর থেকে ইয়াসিন ও নূর হোসেন উভয়ই পলাতক।