আড়াইহাজারে ৫টি বেকারী ও আইসক্রীম কারখানাকে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড

fghআড়াইহাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫টি বেকারী ও আইসক্রীম কারখানাকে ৫৫,৪০০টাকা অর্থদণ্ড করেছে।৮ মে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা’র ভ্রাম্যমান আদালত উপজেলার রুটি, কেক ও বিস্কুট তৈরীর ৪টি বেকারী ও ১টি আইসক্রীম কারখানাতে অভিযান চালান। বেকারী আইসক্রীম কারখানা গুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন মানের খাবার পাওয়া যাওয়ায় বেকারী মালিক ছানাউল্লাহকে ৫ হাজার, হোসেনকে ১০ হাজার, আঃ রহমানকে ২০ হাজার, ফজলুল হককে ১০ হাজার, রানী আইসক্রীম কারখানার মালিক সোহেল রানাকে ১০হাজার ও হান্ডারোহী লিটনকে ৪০০ টাকা অর্থদন্ড করেন। নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা জানান, আড়াইহাজার, দেবীপুরা, কৃষ্ণপুরা ও শিবপুর এলাকার অভিযান চালিয়ে বেকারীগুলোতে পঁচাবাসী ও বিষাক্ত ক্যামিকেল মিশ্রিত খাদ্য পাওয়ায় তাদেরকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend