নকলায় বোরো আবাদে গুটি ইউরিয়া ব্যবহার
নকলা উপজেলায় বোরো আবাদে গুটি ইউরিয়া ব্যবহারের ফলে একর প্রতি ফলন বেড়েছে প্রায় ১৪ মন। উপজেলার ধনাকুশা এলাকার কৃষক সাখাওয়াত হোসেনের বাড়ীর আঙিনায় ১০ মে শনিবার এক মাঠ দিবসে বিআর-২৯ ধান মেপে এ ফলন পাওয়া গেছে। গুড়া ইউরিয়া ব্যবহারে একর প্রতি ফলন হয়েছে যেখানে ৬২ মণ ধান আর গুটি ইউরিয়ার ব্যবহারে একই জমিতে ফলন মিলেছে একর প্রতি ৭৬ মণ। আইএফডিসির সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প-আপি এ মাঠ দিবসের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শস্য উৎপাদন বিশেষজ্ঞ কৃষিবিদ বিলাস চন্দ্র পাল। কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন মোল্লা, ফজলুল হক, আবু বকর সিদ্দিক, কৃষক আব্দুর রহমান, সাখাওয়াত হোসেন, রেজাউল করিম প্রমুখ।
এ শস্যকর্তন অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আইএফডিসির পক্ষ থেকে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন কৃষক-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।