শ্রীবরদীতে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা

images (1)জাতীয় কর্মসূচীর আওতায় গোটা দেশের ন্যায় শ্রীবরদীতে বিষয় ভিত্তিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সকালে এম এন বি পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।৪০ মিনিটের এ বিষয় ভিত্তিক পরীক্ষায় (৬ষ্ঠ-৮ম শ্রেণী) সর্বোচ্চ নম্বর পেয়ে ভাষা ও সাহিত্যে-টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুইটি আক্তার, বাংলাদেশ ষ্টাডিজে আফসানা আক্তার, বিজ্ঞানে বানিবাইদ এ.এ.এস.পি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাদিম ইবনে বেলালী, গণিত ও কম্পিউটারে তাতীহাটি আইডিয়াল স্কুলের ছাত্র তওহিদুল ইসলাম, ভাষা ও সাহিত্যে  (৯ম-১০ শ্রেণী) এম.এন.বি.পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের  শারমিন আক্তার, বিজ্ঞানে কামরুন্নাহার, বাংলাদেশ ষ্টাডিজে লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাজিদা সাফা তিথী, গণিত ও কম্পিউটারে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ইফতেখার রহমান ফাহিম, ভাষা ও সাহিত্যে (একাদশ-দ্বাদশ) শ্রীবরদী সরকারী কলেজের সোহাগ রানা, বিজ্ঞানে মকবুল চৌধুরী, গণিত ও কম্পিউটারে বদরুন্নাহার ঐতি এবং বাংলাদেশ ষ্টাডিজে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ছাত্রী আসমা খাতুন  মেধাবী শিক্ষার্থীর পুরস্কার পেয়েছে।
ফলাফল ঘোষনার পর  বিজয়ীদের মধ্যে সনদ ও নগদ ১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।  এসময় উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, শেরপুর সরকারী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, শেরপুর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলী আকন্দ ও ঝিনাইগাতী মালিঝি কান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend