ঝিনাইগাতীতে শিশু স্বাস্থ্য প্রচারাভিযান শুরু

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে.
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ওয়ার্ল্ড ভিশন (এডিপি)’র উদ্যোগে শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযান শুরু হয়েছে। (গ্লোবাল উইক অব আ্যাকশন-২০১৪) মা ও শিশু মৃত্যু’র হার কমিয়ে আনতে পহেলা মে থেকে এ অভিযান শুরু হয়। ৫ বছরের কম বয়সে সকল শিশু বাঁচবে হেসে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ প্রচারাভিযান শুরু করে ওয়ার্ল্ড ভিশন। শিশু ও মায়ের মৃত্যু রোধকল্পে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে শুরু থেকে এ পর্যন্ত ৩ হাজার১শ’ ২৫ জনকে শিশু স্বাস্থ্য সম্পর্কে অবহিত করা হয়েছে। সভা ও সেমিনারের মাধ্যমে এ প্রচারাভিযানে যাদের অবহিত করা হয় তারা হচ্ছে- এডিপি স্টাফ, ভলান্টিয়ার, অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ওয়াশ ও পিডি কমিটির সদস্যবৃন্দ। এ সচেতনতা মূলক প্রচারাভিযান চলবে  মে পর্যন্ত। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলার মরিয়ম নগর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন এক সচেতনতা মূলক কর্মসূচীর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য প্রকল্পের ব্যবস্থাপক মিষ্টার সুবাস সরকার। বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা মি. লিপস্ মৃ, মামুনুর রশিদ, আসাদুজ্জামান, রুমা রাণী শাহা, ফেসিলেটর সারোয়ার সোলায়মান লিটন প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend