সংবাদ প্রকাশের জের- সাংবাদিককে প্রাণনাশের হুমকি
ঝিনাইগাতী (শেরপুর) থেকে:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসীরা বেশকিছুদিন পূর্বে উপজেলা সদরের সিএনজি স্টেশনের শ্রমিক সংগঠণকে হটিয়ে তা দখল করে নেয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার ঝিনাইগাতী-শেরপুর রোডে সিএনজি চলাচল বন্ধ থাকে। ওই বিষয়ে গত বুধবার সচিত্র প্রতিবেদন ছাপা হয় বিভিন্ন পত্রিকায়। এ সংবাদ প্রকাশের জের ধরে সিএনজি স্টেশনের বহিরাগত সন্ত্রাসী রতন মিয়া বুধবার রাতে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক কালের আলো পত্রিকার ঝিনাইগাতী প্রতিনিধি দুদু মল্লিকের উপর হামলার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজনের হস্তক্ষেপে সাংবাদিক দুদু মল্লিক প্রাণে রক্ষা পায়। এ ঘটনার পর থেকে সন্ত্রাসী রতন ও তার সহযোগীরা সাংবাদিক দুদু মল্লিকসহ অন্যান্য সাংবাদিকদের প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। ফলে স্থানীয় সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ব্যাপারে দুদু মল্লিক বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারন ডায়েরী নং-২২৭/তাং-০৭/০৫/২০১৪ইং দায়ের করেছেন। স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।