ফেসবুকে প্রত্যাখ্যাত হলে

images (4)সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কারও দিকে বাড়িয়েছেন বন্ধুত্বের হাত? অথবা আকর্ষণীয় কোনো ছবি বা স্ট্যাটাস দিয়েছেন? কিন্তু সাড়া মেলেনি। এমন হলে অনেকেরই কিছুই ভালো লাগে না। কারও কারও সবকিছু অর্থহীনও মনে হতে পারে। এমনকি দেখা দিতে পারে নানা মানসিক সমস্যাও।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের গবেষণায় এ তথ্য পেয়েছেন। ‘সোশ্যাল ইনফ্লুয়েন্স’ সাময়িকীতে গবেষণা-সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম কীভাবে আমাদের ওপর প্রভাব ফেলে, তা নিয়ে গবেষকেরা গবেষণা করেছেন। তাতে দেখা গেছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দ্রুত সাড়া না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। কারও কারও মন একেবারেই ভেঙে যায়। অনেকে বিষণ্নতায়ও ভুগতে পারেন। কারও কাছে সবকিছু অর্থহীনও মনে হতে পারে। পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend