জামালপুরে হালুয়া রাজার চহট্ট সরকারী প্রাথমিক স্কুল পরিত্যক্ত ঘোষণা : ক্লাস চলছে গাছ তলায়
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ‘৮২নং হালুয়া রাজার চহট্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়’ ভবনে ফাঁটল দেখা দেওয়ায় কচি কাচাদের নিয়ে গাছ তলায় ক্লাস নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। ঝুঁকিপূর্ণ বলে ইতিমধ্যে বিদ্যালয়টিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। সরেজমিনে এলাকায় গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ জেবুন নেছা বলেন, অত্র বিদ্যালয়টি ১৯৭৩ সনে প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষা মন্ত্রাণালয়ের আওতায় বরাদ্দকৃত একটি ফ্যাসিলিটিজ ভবন ১৯৯১ সনে নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে মোট ২১৮জন শিক্ষার্থী ও ৫জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। তিনি আরও বলেন, গত প্রায় পাঁচ মাস আগে আমরা বিদ্যালয়ের মূল ভবনের কিছু অংশে ফাঁটল লক্ষ্য করি। গত এক সপ্তাহ আগে স্কুল ভবনের ছাদ, দেওয়ালসহ বিভিন্ন অংশে বড় আকারের ফাঁটল দেখা দেয়। পরিদর্শনে আরও দেখা গেছে, শুধু বিদ্যালয় ভবন নয় এর পাশাপাশি সামনের খেলার মাঠটিতেও ফাঁটলের সৃষ্টি হয়েছে। গত ২০১৩ সনে নির্মিত শহীদ মিনারটিও ফেঁটে ভেঙ্গে যাচ্ছে। যা স্থানীয়দের অবাক করাসহ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রধান শিক্ষিকা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশি¬¬ষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করি। সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মলি¬¬ক, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মনিরুজ্জামান আরজু ঘটনাস্থল পরির্দশন করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, ভবন ফাঁটলের সংবাদ পেয়ে গত ৬মে বিদ্যালয় পরিদর্শন যাই। এবং স্কুল ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে লাল কাপড়ের বিপদ সংকেট লাগিয়ে এসেছি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল হক মেম্বার জানান, ভবনে ফাঁটল দেখা দেওয়ায় আমরা আপাতত ছাত্রছাত্রীদের পার্শ্ববর্তী হালুয়া রাজার চহট্ট হাফেজিয়া ও আব্বাসিয়া এতিম খানার বারান্দা ও গাছ তলায় ক্লাস নেওয়া ব্যবস্থা করেছি। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলে ভিজে যাওয়া ভয়ে ছাত্র-ছাত্রীরা দৌড়ে বাড়ী ফিরে। তবে এলাকাবাসীর প্রশ্ন এভাবে আর কতদিন চলবে?