বিশ্বকাপ: আলজেরিয়া দল ঘোষণা
বহুল আকাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপের জন্য সোমবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেন আলজেরিয়ার কোচ ভাহিদ হালিলহোদজিক। আফ্রিকান বাছাইপর্বের ছয়টির মধ্যে পাঁচটিতে জিতে বিশ্ব আসরে চতুর্থবারের মতো নিজেদের জায়গা করে নিয়েছে আলজেরিয়া।
শুধু বিশ্বকাপে জায়গা পেয়েই খুশি নয়, আলজেরিয়ার লক্ষ্য এখন আরও বেশি।
অধিনায়ক মাদজিদ বোঘেরা সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ব্রাজিল বিশ্বকাপে অন্তত দ্বিতীয় রাউন্ডে যাবে তার দল।
দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এইচ গ্রুপে বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সঙ্গে খেলবে তারা। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ১৭ জুন।
আলজেরিয়া দল:
গোলরক্ষক– ইজ্জেদিন ডোখা, রেইস এম’বোলহি, চেদ্রিক সি মোহামেদ ও মোহামেদ লামিন জেম্মামোচে।
ডিফেন্ডার– এসাইদ বেলকালেম, মাদজিদ বোঘেরা, লিয়াসিন চাদামুরো বেনতাইবা, ফাউজি গোলাম, রাফিক হালিচে, ন্যাক্রেদিনে খোলেদ, এইসা মান্দি, কার্ল মেদজানি, দিজামেল এদিনে মেসবাহ ও মেহদি সেবা মোস্তেফা।
মিডফিল্ডার– নাবিল বেনতালেব, রিয়াদ বোদেবুজ, ইয়াসিন ব্রাহিমি, সোফিয়ান ফেঘোলি, আদলেনে গুয়েদিওরা, আমির কারাউই, মেধি লাসেন, সাফির তাইদার ও হাসান ইয়েবদা।
ফরোয়ার্ড– আবদেলমোমেন দিজাবু, রাফিক দেজেব্বর, নাবিল ঘিলাস, ফাউয়েদ কাদির, রিয়াদ মাহরেজ, ইসলাম স্লিমানি ও হিলাল সৌদানি।