সোহরাওয়ার্দীতে এক তরুণীকে গণধর্ষণ

image_90939_0রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে প্রেমিক ও তার বন্ধুরা ওই তরুণীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ওই তরুণী।
তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
গণধর্ষণের শিকার তরুণীর বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম জানান, শরিয়তপুরের ওই তরুণী বর্তমানে রাজধানীর নাজিরাবাজারে বসবাস করছেন। গত ১৫ দিন আগে তার সঙ্গে নাঈম (২৭) নামে এক তরুণের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েকদিন সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের সামনে তারা দেখা-সাক্ষাৎ করেন।
এরপর গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সোহরাওয়ার্দী উদ্যানের ডেকে আনেন নাঈম। এ সময় আড্ডা আর গল্পের ছলে সময় কাটাতে তাকে তারা। রাত ১০টার দিকে শাহীন, ইমরান, হাবিবসহ আরও ছয় সাতজন যুবক নাঈমের সঙ্গে যোগ দেয়। নাঈম তাদের বন্ধু ও বিবাহের সাক্ষী বলে ওই তরুণীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণাকে জাতীয় তিন নেতার মাজারের পেছনে আনসার ক্যাম্পের পাশে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণ করা হয়। এরপর টহলরত পুলিশ তাকে উদ্ধার করে।
মঙ্গলবার সকালে ধর্ষিতা তরুণী বাদী হয়ে নারী ও শিশু আইনে নাঈমকে প্রধান আসামি করে শাহীন, রুবেল, ইমরান, হাবিবসহ ছয়- সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘মেয়েটিকে আমরা মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আইন অনুযায়ী অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হবে।’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend