শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
রোম্মান আরা পারভীন রুমী: শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেলকে আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি শেরপুরে বিএনপি কার্যালয়ে এসে পৌঁছে। নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আশীষ বিষয়টি জানিয়েছেন।
গত ২৮ এপ্রিল রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার উপস্থিতিতে জেলা কমিটি ভেঙে দিয়ে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেলকে আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আউয়াল চৌধুরী, ফাহিম চৌধুরী, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশতে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।
৭১ সদস্য বিশিষ্ট কমিটির অপর সদস্যরা হলেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ফজলুল হক বাদশা, মো. হাতেম আলী, অ্যাডভোকেট তৌহিদুর রহমান, মো. ফজলুল হক লাভলু, মো. লুৎফর রহমান মানিক, অ্যাডভোকেট আব্দুল মান্নান, এসএম শহিদুল ইসলাম, মো. ফজলুল রহমান তারা, অ্যাডভোকেট শাহীন হাসান খান, মো. সামিউল ইসলাম আতাহার, এমদাদুল হক মাস্টার, খাজা নাজিম উদ্দিন বিএসসি, অ্যাডভোকেট এমকে মুরাদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুকুল, মো. মোবাশ্বের আলী চৌধুরী টুটন, মাহবুবুর রশিদ মাহবুব, আমিনুল ইসলাম আংগুর, মো. ফরহাদ আলী, মো. আব্দুল লতিফ, মো. রমজান আলী, শ্রীবর্দী পৌরসভার মেয়র আব্দূর হাকিম, নকলা পৌরসভার মেয়র মোখলেছুর রহমান তারা, নালিতাবাড়ি পৌরসভার মেয়র আনোয়ার হোসেন, মো. রফিজ উদ্দিন রেফাজ, মো. নূরল আমীন, মো. আব্দুস সালাম, মো. জামাল উদ্দিন জামাল, নালিতাবাড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লিটন, শ্রীবর্দী উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মো. নূরে আলম, মো, শফিউল আলম চান, এসএম বদরুদ্দোজা সোহেল, মো. আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, উজ্জল সরকার, মো. আব্দুর রহিম দুলাল, মো. লুৎফর রহমান, মো. শওকত হোসেন, মেজর (অব.) মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, মো. আবু সামা, মো. আসাদুজ্জামান মিস্টার, আমিনুল ইসলাম আমিন, মতিউর রহমান মতিন, শফিকুল ইসলাম মাসুদ, মো. আবু রায়হান রুপন, ফাতেমা সরকার, কামরুল ইসলাম কামরুল, মো. মাহফুজুল হক মোল্লা, প্রভাষক শাহিনুর ইসলাম তালুকদার, জহুরুল ইসলাম আনু, জিতেন্দ্র মজুমদার, মো. আক্রামুজ্জামান রাহাত, শেরপুর পৌরসভার কমিশনার আব্দুল কুদ্দুস, মো. সাইদুর রহমান তালুদার, মো. রুকুনুজ্জামান তারেক, মো. সাইফুল ইসলাম মানিক, শেরপুর পৌরসভার কমিশনার নুরজাহান বেগম ও হযরত আলী।