আজীবন নিষিদ্ধ হলেন সৌদির ৩ খ্যাতনামা ইমাম

82445_1মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক রাখার অভিযোগে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা প্রদেশের তিনজন খ্যাতনামা ইমামকে আজীবন নিষিদ্ধ করেছে সৌদি সরকার। ওই তিন ইমামই নিজ নিজ অঞ্চলে খ্যাতিমান। তারা আরব দেশের মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক রেখে চলতেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তাদেরকে মসজিদে ওয়াজ নসিহত, জুমার খুতবা প্রদান অথবা ধর্মীয় সমাবেশে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক রাখার অভিযোগে আরো ৭৬ জন ইমামের গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

সৌদি আরবের বাদশাহ ‘দুটি পবিত্র মসজিদের জিম্মাদার’ উপাধি ধারণ করলেও বিশ্বের বৃহত্তম ইসলামী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে খড়্গহস্ত।

সম্প্রতি সৌদি সরকার ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

বিশ্লেষকরা বলছেন, রাজতন্ত্রের পতনের আশঙ্কায় এখন টলটলায়মান সৌদ শাসকগোষ্ঠী। এক্ষেত্রে ব্রাদারহুডকেই তারা সবচেয়ে বড় হুমকি মনে করছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend