চালবাজি করে মন্ত্রীর জামাতাকে বাঁচানো যাবে না: মান্না
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার বিচার দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সত্য বড়ই নিষ্ঠুর। চালবাজি করে মন্ত্রীর জামাতাকে বাঁচানো যাবে না। নারায়ণগঞ্জের মানুষ তা মেনে নেবে না।
মঙ্গলবার নারায়ণগঞ্জ ক্লাব লাউঞ্জে আতঙ্কমুক্ত নিরাপদ নারায়ণগঞ্জের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা তদন্তের জন্য সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, প্রশাসনের লোকজনকে দিয়ে কখনো নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। কারণ মন্ত্রীর বিরুদ্ধে কখনো অতিরিক্ত সচিব কথা বলবেন না। তাই সত্য উদঘাটনে সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সাত খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন নূর হোসেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সম্মিলিত দুর্বৃত্তায়িত রাজনীতির ফসল।
তিনি বলেন, শুনেছি আগের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নাকি নূর হোসেনের বন্ধু ছিল। তাদেরও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।
নাগরিক সমাবেশে নাগরিক ঐক্য নেতা মাহামুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন বলছেন যে র্যাবের কোন দরকার নাই, তাদের বিলুপ্তি করে দিতে। কিন্তু খালেদা জিয়া কী একবারও বলেছেন যে, তারা র্যাব গঠন করে ভুল করেছিলেন। র্যাব গঠনের পর থেকেই বিনা বিচারে ক্রসফায়ারে মানুষ হত্যা করে আসছে। র্যাব যতো বিনা বিচারে হত্যা করেছে তার চেয়ে বেশি হত্যা করেছে পুলিশ।
মান্না বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা নিজেদের সুযোগ-সুবিধার জন্য মুখ খুলছেন না। আমার তো ভাবতে অবাক লাগে, অশিক্ষিত নূর হোসেন কিভাবে ডিসির বন্ধু হন। যদি কেউ মনে করেন, তারা ওই সন্ত্রাসীদের বাঁচাতে পারবেন, তাহলে ভুল করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সি আর আবরার হোসেন বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুন, ওই সন্ত্রাসীদের আস্তানা নারায়ণগঞ্জের মাটিতে থাকবে না। আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই ভাবতে হবে। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে।
আমরা নারায়ণগঞ্জবাসী এর সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সমাবেশে বলেন, সাত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যতোদিন না হবে, ততোদিন আমরা নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষকে নিয়ে আমাদের আন্দোলন করে যাবো।
সমাবেশে বক্তারা বলেন,যে র্যাব বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবন রক্ষা করা, সেই র্যাব এখন মানুষের জীবন হরণ করছে। সাত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবে নারায়ণগঞ্জবাসী।
আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মুক্তিযোদ্ধা নুরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন,পরিবেশবাদী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিএমএ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. শাহনেওয়াজ,আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হোসেন, মোঃ সেলিম হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ দিপু, মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আজহার হোসেন, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট হারুনুর রশিদ, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট আহসানুল করিম বাবুল, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার, জাসদের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান প্রমুখ।