নূর হোসেনের সহযোগী রতন ৭ দিনের রিমাণ্ডে

Narauangonj_bg725_759431168 (1)নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রফিকুল ইসলাম রতনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম আসামি রতনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৭ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ মণ্ডল জানান, সাত খুনের প্রাধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী পরিবহন সেক্টরের চাঁদাবাজ রফিকুল ইসলাম রতনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকা থেকে পুলিশের একটি টিম রতনকে গ্রেফতার করে।

রতন আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ইউনিয়নের সভাপতি হলেন নূর হোসেন। মূলত রতনকে দিয়েই ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজি করাতেন নূর হোসেন।

রতনসহ ৭ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি নূর হোসেনকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend