রিয়াদে নিহত ৯ বাংলাদেশির লাশ শনাক্ত
রিয়াদের শিফা সানাইয়াতে তিতাস ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ শনাক্ত করা হয়েছে। অগ্নিকাণ্ডে মোট ১১ জন নিহত হন এর মধ্যে ৯ বাংলাদেশি ছাড়া ভারতের ২ জন নাগরিক নিহত হন।
বুধবার সকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম লাশ শনাক্তে বিষয় নিশ্চিত করেন।
নিহত শ্রমিকরা বৈধ ইকামাধারী ছিলেন কিনা, তারা প্রকৃতপক্ষে ওই কোম্পানির ইকামাধারী ছিলেন কিনা ও আগুনের সূত্রপাত বিষয়ে সৌদি প্রশাসন খুব শিগগিরই তদন্তের কাজ শুরু করবে বলেও জানান শহীদুল ইসলাম।
তিনি জানান, গতকাল (মঙ্গলবার) নিহতদের কয়েকজন আত্মীয়-স্বজন তাদের লাশ শনাক্ত করেন। নিহতদের পরিবারের ইচ্ছার ওপর নির্ভর করছে লাশ দেশে পাঠানো হবে নাকি এখানেই দাফন করা হবে।
তিনি আরও জানান, সৌদি সরকারের পক্ষ থেকে শ্রমিকদের ব্যাপারে তদন্ত শেষ হলেই কেবল লাশ দেশে পাঠানো বা এখানেই দাফনের ব্যবস্থা করবে দূতাবাস।
উদ্ধার তৎপরতা শেষে উদ্ধারকর্মীরা মোট ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহত ৯ জন হলেন- মো. জালাল (৩৫), আ. গাফ্ফার (৩২), মো. সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩১), নাজির হোসেন (৩৫), মতিউর রহমান (৩২) ও শাহ আলম (৩৫)।
এদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। এছাড়া পরিচয় মিলেছে, জাকির হোসেন (৫৫)।
বাবা সাহাবুল্লাহ। বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার সেবারহাট ইউনিয়নের রাজারামপুর গ্রাম এবং আক্কাস (৩৫)।
তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার সেনারবাগ গ্রামে।
অপরদিকে, ভারতীয় দু’জন হলেন- ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।
সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।