শিরোপা নির্ধারণি ম্যাচে ফিরবেন নেইমার-পিকে
আগামী সপ্তাহে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে লা লীগা শিরোপার নিষ্পত্তি ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট বার্সেলোনা- অ্যাটলেটিকো মাদ্রিদ।এই শিরোপা নির্ধারণি ম্যাচ খেলার আগেই শনিবার বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার জেরার্ড পিকে ও উইঙ্গার নেইমার।
সুবিধা জনক অবস্থায় থেকে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপা জিততে অ্যাটলেটিকোকে শুধু ড্র করলেই চলবে।
এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লীগের শেষ ম্যাচটি জিতলেই শিরোপা অক্ষুণ্ণ থাকবে বার্সেলোনার। তখন দুই দলের পয়েন্ট ব্যবধান সমান হলেও হেড-টু-হেডে এগিয়ে থাকায় জেরার্ডো মার্টিনোর দলই জিতে নেবে শিরোপা।
এদিকে ডিয়েগো সিমিয়নের দলও প্রস্তুত রয়েছে বার্সাকে রুখতে। লিগের শেষ ম্যাচে তাই জমজমাট এক রোমাঞ্চই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য।