বিশেষ অভিযানে বরিশাল জামায়াতের মহানগর আমির গ্রেফতার
বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরীর ব্রাউন কম্পাউন্ডে অবস্থিত ‘কুসুমালয়’ নামে হেলালের নিজ ভবনের পাশের একটি ভবন থেকে তাকে আটক করে।
জানা যায়, বুধবার জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল কর্মসূচি থাকায় বরিশালে নাশকতার আশঙ্কায় জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে।