গাড়িতে কালো গ্লাস নিষিদ্ধে সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

url_25 (1)গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জে অপহরণের পর চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গাড়িতে কালো গ্লাস ব্যবহারের নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

বুধবার দুই আইনজীবীর পক্ষে এডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনটি দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র সচিব ও ডেপুটি সচিব, আইজি, পুলিশ কমিশনার, ট্রাফিকের যুগ্ম-কমিশনারকে বিবাদী করা হয়েছে।

আগামী রবিবার বিচারপতি মির্জা হুসেইন হায়দার ও মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন এডভোকেট মনজিল মোরশেদ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend