নজরুলসহ ৭ খুনের ৩ নম্বর আসামি হাসু গ্রেপ্তার
নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ৩ নম্বর আসামি হাসমত আলী হাসুকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জেলা পুলিশ এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সকাল পোনে ৯টার দিকে জানান, মঙ্গলবার রাতে হাসমত আলী হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের একটি সূত্র জানায়, যশোরের বেনোপল সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালানোর সময়ে পুলিশের একটি টিম হাসুকে গ্রেপ্তার করে।
হত্যা মামলার এক নম্বর আসামি নূর হোসেনের কোষাধ্যক্ষ ছিলেন হাসমত, যিনি নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলামের করা মামলার তিন নম্বর আসামি।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন।
তিন দিনের মাথায় শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠে, যাদের অপহরণের পরপরই হত্যা করা হয়েছিল বলে ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত হাসমত আলী সিদ্ধিরগঞ্জের মিজিমিজি পশ্চিমপাড়ার দারোগ আলীর ছেলে।