বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি বাতিলের দাবি, বিক্ষোভ মিছিল

10_0বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের লেভেল-২, সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল ও পরে অবস্থান কর্মসূটি পালন করে তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সব অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাশ পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবনের সামনে উপস্থিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি প্রদক্ষিণ করে ছাত্রবিষয়ক বিভাগ ও প্রক্টর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।

২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে ১২০০ টাকা সেমিস্টার ফি গ্রহণ করা হচ্ছে। কিন্তু এর আগে বিশ্ববিদ্যালয়ের কোনো লেভেলে সেমিস্টার ফি ছিল না।

সেমিস্টার ফি বাতিলের বিষয়ে লেভেল-২, সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধভাবে সেমিস্টার ফি আমাদের উপর ধার্য্য করেছে। কিন্তু গতবছর একই দাবিতে আন্দোলন করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend