আমাকে মিস কোট করা হচ্ছে
নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় আসামি গেফতারে দীর্ঘসূত্রিতা হচ্ছে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আইনি প্রক্রিয়া মেনে চলার কারণেই একটু সময় লাগছে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এর আগে মাদকদ্রব্য চোরাচালান সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাবেক তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করতে দেরি হচ্ছে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে প্রক্রিয়া মেনেই গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের গ্রেফতারের সব প্রক্রিয়া শেষ হয়েছে। সাবেক ওই তিন সেনা কর্মকর্তার আত্মসমর্পন বা আপিল করা ছাড়া উপায় নেই।
বুধবার তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হবে এ বিষয়ে তিনি বলেন, আমি এ ধরনের কথা বলিনি, আমাকে মিস কোট করা হচ্ছে।