নকলায় চাল ক্রয় অভিযান উদ্বোধন
শেরপুরের নকলা উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান চাল ক্রয় অভিযান বুধবার সকালে জাহাঙ্গীর আলম বুলবুলের কাছ থেকে ১২ টন চাউল ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা কৃষি অফিসার আশরাফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা শফিকুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল আলম, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হীরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন ,ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা শাহীনা আক্তার,প্রধান শিক্ষক মজিবর রহমান, কৃষকলীগনেতা আলমগীর আজাদ, যুবলীগনেতা যথাক্রমে ফুয়াদ হোসেন, শহিদুল ইসলাম, খলিলুর রহমান আঃরশিদ সরকার সহ সংলিষ্ট মিলারগন উপস্থিত ছিলেন । এবার নকলা উপজেলায় ৩৪.১২ মেঃটন চালক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । ৩৭ জনমিলার এচাল গুদামে সরবরাহ করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে এ তথ্য সংলিষ্ট অফিস সূত্রে জানা গেছে। গুদামে মানসম্মত চাল সরবরাহ করবেন এ মনটাই আশা করছেন উপজেলা ধান চাল ক্রয় কমিটি ।