শেরপুরে শুরু হল প্রথম ধাপের ভোটার হালনাগাদ করন প্রশিক্ষণ কার্যক্রম
১৪ মে বুধবার সকাল ১০ টায় শেরপুর জেলার ভিক্টোরিয়া একাডেমিতে অনুষ্ঠিত হল প্রথম ধাপের ভোটার তালিকা হালনাগাদ করন কার্যক্রম এর প্রশিক্ষণ।
এই অনুষ্ঠান এর উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। প্রথম ধাপের ভোটার হালনাগাদ কার্যক্রমে ১৫ মে হতে শেরপুর উপজেলা এবং ঝিনাইগাতিতে পহেলা জানুয়ারি ১৯৯৭ইং এর পূর্বে যারা ভোটার হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।এই প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত শেরপুর জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম তথ্য সংগ্রহকারী কর্মীদের সকল নিয়মাবলী সম্পর্কে অবগত করেন।
২৬ মে তারিখে ভোটার তালিকায় ছবি সংযোজন ও পূর্ণ রুপে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।