ঝিনাইগাতীতে গুটি ইউরিয়া প্রদর্শনী প্লটের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত
মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী মালিঝিকান্দা গ্রামে ১৪ মে বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত গুটি ইউরিয়া প্রদর্শনী প্লটের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কোরবান আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপি প্রকল্পের ট্রেনিং স্পেশালিষ্ট আবুল হোসেন মোল্লা। অনুষ্ঠানে কৃষি বিভাগের নতুন প্রযুক্তি গুটি ইউরিয়া সার ব্যবহারের ফলে ফলন বৃদ্ধি, ক্ষেতের রোগবালাই দমনসহ গুটি ইউরিয়া সারের উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন তরান্বিত প্রকল্পের মনিটরিং অফিসার কেজি বিপ্লব টিটু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, প্রদর্শনী মাঠের কৃষক হেজবুল্লাহ ও আঃ সামাদ প্রমুখ। উক্ত মাঠ দিবসে এলাকার দুই শতাধিক কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।