‘গুম, খুন অপহরণ রুখে দাঁড়াও’
‘গুম, খুন অপহরণ রুখে দাঁড়াও’ স্লোগানে বুধবার বেলা ১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, সরকার কোটি টাকার অস্ত্র ক্রয় করে কী করছে? গুম খুনের মাত্রা বাড়াচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ইত্যাদি সেবা খাতে বরাদ্দ কমিয়ে, প্রতিরক্ষা ও জননিরাপত্তা খাতে ব্যায় বাড়াচ্ছে। কিন্তু তাতে করে গুম খুনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব জনগণকে রক্ষা করা তারাই আজ গুম খুনের সাথে জড়িত।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জবি সংসদের সভাপতি জাহিদুল ইসলাম সজিব। এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জবি সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল-আমিন, কোষাধক্ষ্য অভি চৌধুরী পার্থ, দপ্তর সম্পাদক শেখ শুভ সাদিক এবং ক্রীড়া সম্পাদক রুহুল আমিন।
বক্তারা অতিদ্রুত সব খুনের রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানান।