নালিতাবাড়ীর খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
মো: মঞ্জুরুল আহসান, নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী নব নির্মিত খাদ্য গুদামে বোরো ধান-চাল সংরণ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল বাতেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী, মিল মালিক সমিতির সভাপতি মো¯তাফিজুর রহমান মুকুল, শিল্প ও বণিক সমিতির সভাপতি নুরুল আমীন সহ বিভিন্ন চাউল কল মালিকগণ। জানা গেছে, উপজেলায় চলতি বছর সরকারী বরাদ্দ পাওয়া গেছে চাউল ৬ হাজার আটশ’ ৮২ মেট্টিক টন, ধান ৬শ’৮৫ এবং গম ৩৯ মেট্টিক টন। চাউল কল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৩১ টাকা, ধান ২০ টাকা এবং গম ২৭ টাকা দামে ক্রয় করা হচ্ছে। নব নির্মিত ৫টি খাদ্য গুদামে এই বছর প্রথম দিনেই সুহৃদ চাউল কল, হক রাইস মিল এবং নূর চাউল কল চাউল সংরন করেছেন। তাছাড়া এ রির্পোট লেখা পর্যন্ত ৬৬ টি চাউল কল মালিকের সাথে গুদামের চুক্তি হয়েছে বলে জানা গেছে।