মাদারগঞ্জে ৩ মাসেও নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি
মাদারগঞ্জে সীমা নামে এক কিশোরী তিন মাস আগে নিখোঁজ হলেও এখনো তার সন্ধান মেলেনি। তবে ওই কিশোরীর ব্যাপারে সন্দেহজনক কথা বলছে রফিকুল নামে এক যুবক। জানা গেছে, উপজেলার নব্যচর গ্রামের মৃত সুরুজ সেখের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে সীমা গত ফেব্রæয়ারি মাসে তার মা’র উপর রাগ করে নানাবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। সীমার ভাই সোলায়মান ও বোন ইফা জানান, সীমা নিখোঁজ হওয়ার ১০-১৫দিন পর তাদের প্রতিবেশী বালিজুড়ী বাজারের কম্পিউটারে গান ডাউনলোড ব্যবসায়ী রফিকুল (২৫) সীমা কোথায় আছে তা সে জানে বলে তাদেরকে জানায়। সে মোবাইল ফোনে সীমার সাথে মাকে কথা বলিয়ে দিতে চায়। পরে আবার বলে মোবাাইল থেকে সীমার নাম্বার ডিলিট হয়ে গেছে। রফিকুল সীমাকে এনে দেওয়া কথা বলে দুই হাজার টাকাও চায়। টাকা দিতে চাইলে সে আবার বলে সীমা কোথায় আছে তা সে জানেনা। সোলামান জানান, নিখোঁজ হওয়া আগে রফিকুল প্রায়ই রাতের বেলা তাদের বাড়িতে এসে সীমার খোঁজ করতো। নিখোঁজ হওয়ার দিন রাতেও লোকজন রফিকুলের দোকানের সামনে সীমাকে দেখেছে। এ নিয়ে ওই এলাকার ইউপি সদস্য শাসছুল হক দু’বার সালিশ বৈঠকও করেছেন। কিন্তু সালিশে রফিকুল উপস্থিত হয়নি। ইউপি সদস্য শামছুল হক জানান, সালিশে রফিকুল উপস্থিত না হওয়ায় তিনি বুঝতে পেরেছেন ওই ছেলের মধ্যে গন্ডগোল আছে। তিনি সীমার মাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে রফিকুলের সাথে বালিজুড়ী বাজারে কথা বলতে চাইলে সে ‘দুই মিনিট পর আসছি’ বলে সটকে পড়ে।