জামালপুরে নকল আমের জুস তৈরীর কারখানার সন্ধান : আটক ১
জামালপুরে নকল আমের জুস কারখানা চালানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এসময় কর্মচারী রতনকে আটক করা হলেও ম্যানেজার ফরিদ পালিয়ে যায়। ১৩মে বুধবার বজ্রাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আমের জুস তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে । জামালপুর সদর থানার এস আই মোজাম্মেলের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রাণ জুস সদৃশ বোতল ও লেবেল সম্বলিত ক্রাঞ্চি ফ্রট নামের বিপুল পরিমান নকল আমের জুস জব্দ করে। আটক ওই কর্মচারী জানান, সাধারন পানির সাথে চিনি, আমের ফ্লেবার ও কৃত্রিম রং মিশিয়ে জুসগুলো তৈরী করা হয়। বিএসটিআই অনুমোদিত সিল সম্বলিত নকল কোম্পানীটি গত দু’মাস ধরে নকল পণ্য বাজারজাত করে আসছিল ।