খালেদা জিয়া বাংলাদেশকেই অস্বীকার করতে চান : শিল্পমন্ত্রী

4-220x99

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, খালেদা জিয়া এখন বাংলাদেশকেই অস্বীকার করতে চান। বিএনপি জোট ৭১’র যুদ্ধাঅপরাধীদের বাঁচাতে ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র কোনভাবে সফল হবে না। যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতেই হবে। মন্ত্রী এসময় খালেদা জিয়ার বিরুদ্বে সংবিধান লঙ্গনের অভিযোগ তুলে তাকে গণতন্ত্রের শত্র“ বলেও অভিহিত করেন।

মন্ত্রী ১৩ মে বুধবার দুপুরে জেলা শ্রমিক লীগের সম্মেলনে যোগদানের পথে বকশীগঞ্জ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় বক্তব্য রাখছিলেন। শিল্পমন্ত্রী বলেন- বিএনপি আজ তিস্তার পানি বন্টন নিয়ে বড় গলায় কথা বলছেন। কিন্ত ক্ষমতায় থাকতে এ বিষয়ে কিছুই করেননি। তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন-আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, সাবেক তথ্য-সাংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভপাতি এডভোকেট বাকী বিল­াহ, সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখী প্রমুখ। মন্ত্রী এর আগে চরকাউরিয়ায় বকশীগঞ্জ জুট স্পির্নাস মিলের শুভ উদ্বোধন করেন। একই দিন বকশীগঞ্জ কামালপুর ইমিগ্রেশন পয়েন্ট পরিদর্শনে যান।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend