দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চডুবি, ৮ জনের লাশ উদ্ধার

lonch_dubiমুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটিতে ২০০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় এ পর্যন্ত সাতটি লাশ উদ্ধার হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর কালিপুড়া এলাকায় মেঘনা নদীতে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেছেন।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ও গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল করিম লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও দুর্বার ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
খবর বাংলা২৪ কে ৮টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এএসপি) জাকির হোসেন মজুমদার।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend