র্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারে ফের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে আবারও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আইজিপির সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ চলছে। যে কোনো সময় তাদেরকে গ্রেফতার করা হবে। আদালতের নির্দেশনা মেনেই দায়িত্ব পালন করছি। এ ক্ষেত্রে দেরি বা দীর্ঘসূত্রিতা হচ্ছে না। আমাদের যা করণীয় আমরা তা করছি। সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তাদের গ্রেফতারে ফরমালিটিজের (আনুষ্ঠানিকতা) জন্য সময় লাগছে। এ সব কর্মকর্তাদের শিগগিরই গ্রেফতার করা হবে।’
নূর হোসেনকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে খোঁজা হচ্ছে। জিয়াউল আহসান বলেছেন সে ভারতে গেছে। যদি ভারতে চলে যায় তাহলে ভারত থেকে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অত্যন্ত কঠোর।’ অপরাধী যেই হোক ছাড় পাবে না বলেও উল্লেখ করেন তিনি।