পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামীকাল শুক্রবারই জানা যাবে এবার দিল্লির মসনদে কে বসতে যাচ্ছে। অবশ্য এরই মধ্যে বুথফেরত ভোটারদের মতামত জরিপে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর ভরাডুবি হতে পারে কংগ্রেসের। জরিপে আস্থা থাক বা না থাক এবার সরকার গঠন যে অলীক স্বপ্ন তা ঠিকই মানছে কংগ্রেস। একারণেই সাম্প্রদায়িক দল বিজেপিকে ঠেকাতে তারা তৃণমূলের নেতৃত্বে সঙ্গে জোট করতেও প্রস্তুত। ইতিমধ্যে এ নিয়ে হিসাব কষতে বসেছে তারা।


গত মঙ্গলবার কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রশিদ আলভির বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া গেল। তিনি বলেছেন, ‘কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে যদি সব আঞ্চলিক দল যদি এগিয়ে আসে, তবে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠনে পূর্ণ সমর্থন দিব। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর গদি থেকে দূরে রাখতে এটা খুবই জরুরি।’

তিনি আরও বলেন, ‘এটা নিশ্চিত যে, কংগ্রেসের পক্ষে এবার সরকার গড়া অলীক স্বপ্ন। তবে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে কংগ্রেস তাদের সমর্থন দিতে পিছপা হবে না।’ মমতাকে জোট নেত্রী করার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম থেকেই তিনি সাম্প্রদায়িক দলগুলো থেকে দূরে থেকেছেন। ফলে তিনি যোগ্য নেত্রী হতে পারেন।’

উল্লেখ্য, গত সোমবার  বুথ ফেরত সমীক্ষায় (এক্সিট পোল) দেখা গেছে, বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবারের নির্বাচনে ২৮১টি আসন পেতে পারে। যেখানে বিজেপি একাই পাচ্ছে ২৪৯টি। দিল্লির সমীক্ষা কংগ্রেস নেতৃত্বের কাছে আরও নিরাশাব্যঞ্জক। সমীক্ষা অনুযায়ী দিল্লির সাতটি আসনের একটিতেও জিততে পারবে না কংগ্রেস।

এদিকে আলভির মন্তব্য নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, ‘আমরা জনরায়ের জন্য অপেক্ষা করছি। এ নিয়ে এখনই কোনও মন্তব্য করব না।’

তবে যাইহোক, শুধু বিজেপিকে ঠেকানো জন্য কংগ্রেসের মতো দল তৃণমূলের মতো আঞ্চলিক দলের নেতৃত্বে জোট করবে এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। সবকিছুর উপরে আত্মসম্মান বা অহংবোধ নিশ্চয়ই এমন জোট গঠনের অন্তরায় হয়ে দাঁড়াবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend